শিরোনাম
দৌলতপুরে লকডাউন না মানায় পাঁচ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৫:২৭
দৌলতপুরে লকডাউন না মানায় পাঁচ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথমদিন শুক্রবার (২৩ জুলাই) ছুটির দিন। কঠোর লকডাউনের কারনে দৌলতপুরের বিভিন্ন শহর, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে লোক সমাগম ছিলনা। লকডাউন পালনে প্রশাসন ছিল তৎপর।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউন অমান্য করায় ২জনের ৫হাজার টাকা অর্থদণ্ড করেছেন।


লকডাউনের কারণে দুরপাল্লার পরিবহনসহ সবধরণের পরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে লকডাউন বিধি নিষেধ আরোপিত নিদের্শনা মাইকিং করে প্রচার করতে দেখা গেছে।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, লকডাউন চলাকালে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্যবিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারায় ২টি মামলায় ২ জনের ৫হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।


বিবার্তা/শরিফুল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com