শিরোনাম
পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, ইনচার্জ সাময়িক বরখাস্ত
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৪:২৩
পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, ইনচার্জ সাময়িক বরখাস্ত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় রো রো ফেরি শাহজালালের ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি আজ শুক্রবার (২৩ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।


নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


ফেরির ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি জানায়, সঠিকভাবে পরিচালনায় ‘ব্যর্থ হওয়ায়' আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় পিলারের কোনো ক্ষতি হয়নি, তবে ফেরিতে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন।


ওই ফেরিতে আসা একজন যাত্রী জানায়, পদ্মা নদী সকাল থেকেই উত্তাল ছিলো, চ্যানেল থেকে মূল নদীতে প্রবেশ করার পর প্রচণ্ড স্রোতের কবলে পড়ে ফেরি। এর মধ্যে চালক ফেরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বড় বড় ঢেউ আর প্রচণ্ড বাতাসে ফেরিটি তখন পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়।


বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানায়, দুর্ঘটনায় ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র তৈরি হয়।


“ফেরিতে ছিলো ৩৩টি গাড়ি। প্রচণ্ড ঝাঁকির ফলে গাড়িগুলো একটা আরেকটার সঙ্গে ধাক্কা খায়। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর অনেকেই ফেরির ডেকে পড়ে যান। এ সময় তাদের অন্তত ২০ জন জখম হন। তছনছ হয়ে যায় ফেরির ভেতরের কেন্টিন।”


পরে চালক ফেরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং আর কোনো বিপদ ছাড়াই শিমুলিয়া ঘাটে ভেড়ান।


এদিকে ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান বলেন, ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। সেটা দ্রুত ঠিক করতে পারলেও প্রবল স্রোতে ফেরির সমানের অংশ পদ্মা সেতুর খুঁটির সাথে ধাক্কা খায়।


বিবার্তা/বিআর/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com