শিরোনাম
জামালপুরে স্বর্ণ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৮:৪৩
জামালপুরে স্বর্ণ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বর্ণ প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ জুলাই) গভীররাতে ইসলামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।


ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সুমন মিয়া জানান, রবিবার প্রতারণার স্বীকার এক ভূক্তভোগী মোছা: রাজেমা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য মেলান্দহ উপজেলার মেঘার বাড়ি গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে মো:হাবিবুর রহমান, পূর্ব শ্যামপুর গ্রামের মো: তোয়াজ আলীর ছেলে ছবর আলী ও শাহাজাদপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি ব্যাটারী চালিত অটোবাইক, ৫আনা ওজনের ২টি কানের দুল যার বাজার দর অনুমানিক ২১ হাজার টাকা ও ২টিন কল স্বর্ণের বার উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার মো: সুমন মিয়া আরো জানান, সংঘবদ্ধ স্বর্ণ প্রতারক চক্রটি গ্রামের সহজ সরল মহিলাদের লক্ষ্য করে তাদের কাছ থেকে নকল স্বর্ণের বার দেখিয়ে অভিনব কায়দায় নগদ টাকাও গয়না হাতিয়ে নেয়। আসামীদের বিরুদ্ধে ইসলামপুর,মেলান্দহ ও মাদারগঞ্জ থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।


বিবার্তা/ওসমান/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com