শিরোনাম
সিরাজগঞ্জে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট
প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৯:০৬
সিরাজগঞ্জে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হাজার হাজার গাড়ির চাপে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ অন্যান্য সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে থেমে থেমে যানজট।


বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। দুপুরে হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার রুটের ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। এ মহাসড়কে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে, হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোন পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার জুড়েও থেমে থেমে যানজট চলছে।


হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, রাজশাহী, পাবনা ও বগুড়া তিনটি রুটের গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রবেশ করে। এ কারণে মহাসড়কটিতে সবসময়ই চাপ থাকে। যার ফলে এই ২২ কিলোমিটার মহসড়েক যানজট রয়েছে।


সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত এবং হাটিকুমরুল থেকে বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত সকাল থেকেই থেমে থেমে যানজট রয়েছে।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com