শিরোনাম
যমুনার পানি দ্রুতগতি বৃদ্ধিতে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১৫:৫২
যমুনার পানি দ্রুতগতি বৃদ্ধিতে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতী এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।


সোমবার (১২ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


যমুনায় পানি বাড়ার সাথে সাথে এইসব এলাকার নিম্নাঞ্চলের মানুষ পড়েছে বিপাকে। বাড়ির চারপাশে পানি থাকায় ছোট ছোট শিশু নিয়ে চিন্তায় দিনাতিপাত করছেন তারা। পানি বৃদ্ধির কারণে টিউবওয়েল, ল্যাট্রিন, পাট, আখ ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে। গবাদিপশু নিয়ে পড়েছে বিপাকে। সঙ্কট দেখা দিয়েছে গো খাদ্যের।


এ দিকে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের (হাট পয়েন্টে) ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


পানিবন্দি জলি খাতুন, সোনাবানু ও মাহমুদা খাতুন বলেন, বাড়ির চারপাশে পানি থাকায় সব সময় জ্বর, ঠান্ডাসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে আমাদের। এছাড়াও চলাচলের ব্যাপক সমস্যা।


পানিবন্দি মানুষগুলোর চলাচলের একমাত্র ভরসা নৌকা। পানি বাড়ার সাথে সাথে নদী তীরবর্তী এলাকার মানুষগুলো আশ্রয় নিচ্ছে ওয়াবদা বাঁধে।


বিবার্তা/নাসিম/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com