শিরোনাম
বরিশালে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ১৭:৫৯
বরিশালে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তাকে জেল-জরিমানা করেছেন আদালত।


বুধবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ওই তিন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।


সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে গ্রামীণ ব্যাংক রায়পাশা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও একই শাখার সাবেক কর্মকর্তা শাহআলম পলাতক। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি একই শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মনিরুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।


আদালতের বেঞ্চ সহকারী হারুনর রশীদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তরা পরষ্পর যোগসাজশে ২০১০ সালের ২৯ জুলাই থেকে ২০১১ সালের ৬ জুলাই পর্যন্ত ৬ জন গ্রাহকের ২ লাখ ৯৭ হাজার ৫৮৪ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী কাজী ২০১৩ সালের ২৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন।


দুদকের উপ সহকারী পরিচালক নাজিম উদ্দিন ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com