শিরোনাম
দুই জেএমবি সদস্যের ২০ বছর কারাদণ্ড
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৬:৫১
দুই জেএমবি সদস্যের ২০ বছর কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়ের করা ২০০৭ সালের এক মামলায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মৎ​ কামরুন নাহার এ আদেশ দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহবুব ও সাইফুল ইসলাম।


নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ ও সালাউদ্দিন সুইট মামলার বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল থেকে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেফতার করে র‍্যাবের একটি দল। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাহাবুবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, জিহাদি বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি। ওই ঘটনায় র‍্যাবের তৎকালীন ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। বিচার শেষে আজ সোমবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com