শিরোনাম
ঠাকুরগাঁওয়ে একদিনে ৭ জনের মৃত্যু
প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ১৭:৪৭
ঠাকুরগাঁওয়ে একদিনে ৭ জনের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এটি জেলায় ২য় সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২৯ জুন ঠাকুরগাঁওয়ে একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়।


রবিবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।


এতে জানানো হয়, জেলায় মৃত সাতজনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গীতে একজন, পীরগঞ্জে একজন ও রাণীশংকৈলে একজন রয়েছে। আক্রান্ত ১৩২ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, পীরগঞ্জে ২১ জন, বালিয়াডাঙ্গীতে ১৫ জন, রাণীশংকৈলে ৪০ জন ও হরিপুরে ৯ জন। আর সুস্থ ১২৮ জনের মধ্যে সদরে রয়েছেন ৭৮ জন, পীরগঞ্জে ০৫ জন, বালিয়াডাঙ্গীতে ২৫ জন, রাণীশংকৈলে ১৫ জন ও হরিপুরে রয়েছেন ০৫ জন।


করোনার সংক্রমণ রোধে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে জেলা সিভিল সার্জন বলেন, নিজের পরিবার, সমাজ ও জাতিকে সুরক্ষিত রাখতে আসুন সবাই মাস্ক পড়ি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি।


জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ৯৪ জন। ২৪ ঘণ্টায় ২৮৬টি নমুনা পরীক্ষা করে ১৩২ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৩৭৩৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৮ জন, মোট সুস্থ হয়েছেন ২২৬১ জন।


বিবার্তা/বিধান/ইমরান/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com