শিরোনাম
কুড়িগ্রামে বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি
প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৮:৫২
কুড়িগ্রামে বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী সংলগ্ন ৩০টি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে।


এসব এলাকার পাট, সবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। কয়েকদিন ধরে এসব ক্ষেত ডুবে থাকায় ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা।


স্থানীয় সূত্র জানায়, গাবুর হেলান, খিতাবখা, দরিকিশোরপুর, থেতরাই, কিশোরপুর ও হোকডাঙাসহ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন তীব্র রুপ নিয়েছে। তিস্তার ১২টি পয়েন্টে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।


দ্রুত পানি বাড়ায় ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি চরের নিচু এলাকায় পানি উঠতে শুরু করেছে।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আরিফুল ইসলাম জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।


বিবার্তা/বিপ্লব/অনামিকা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com