শিরোনাম
হিলিতে বিধিনিষেধের ২য় দিনে কঠোর অবস্থানে প্রশাসন
প্রকাশ : ০২ জুলাই ২০২১, ২২:০৬
হিলিতে বিধিনিষেধের ২য় দিনে কঠোর অবস্থানে প্রশাসন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর জেলার হাকিমপুরের হিলিতে বিধিনিষেধের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে মাঠে উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জুলাই) চলমান বিধিনিষেধের দ্বিতীয় দিন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।


তারপরও কোনো না কোনো অজুহাত দেখিয়ে যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা সরকারের নির্দেশ অমান্য করার চেষ্টা করছেন,তাদের আইনের আওতায় আনছেন উপজেলা প্রশাসন।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর- এ আলম বলেন, করোনার সংক্রমণ থেকে সাধারণ লোকজনকে মুক্ত রাখতে এবং সরকারের নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।


নির্বাহী কর্মকর্তা বলেন, বিকেলে উপজেলার হিলি বাজার, ছাতনী ও খাট্রাউছনা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, গণপরিবহন চালনা করা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ছয় জনের আট হাজার টাজা জরিমানা করা হয়েছে।


বর্তমান সময়ে দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তাই করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনা বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।


বিবার্তা/গোলাম/ইমরান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com