শিরোনাম
সিরাজগঞ্জে করোনা সচেতনতায় ইউপি চেয়ারম্যান
প্রকাশ : ০২ জুলাই ২০২১, ১২:১৩
সিরাজগঞ্জে করোনা সচেতনতায় ইউপি চেয়ারম্যান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনে জনসচেতনতায় কাজ করছেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে কঠোর লকডাউনে জনসচেতনতায় মাইক হাতে নিয়ে রাস্তায় নামেন তিনি।


জানা গেছে, আল-আমিন সরকার সিরাজগঞ্জ উল্লাপাড়ার পূর্নিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান।


সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান আল-আমিন সরকার হাতে মাইক নিয়ে রাস্তায় ভিড় এড়ানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ করছেন। পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানাচ্ছেন। সেই সাথে মাইকে শোনা যাচ্ছে “মাস্ক ব্যবহার করুন, ঘরে থাকুন সুস্থ থাকুন” নিজে বাঁচুন,পরিবারকে বাঁচান।


চেয়ারম্যান আল-আমিন সরকার বলেন, করোনা পরিস্থিতিতে ইউনিয়নের অসহায় -কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়া সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে পরিষদের সদস্যদের নিয়ে এলাকার বাজারসহ বিভিন্ন জায়গা ঘুরে সবাইকে করোনা সম্পর্কে সচেতন করছি। করোনা মোকাবিলাসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা করতে তৎপর থাকবে ইউনিয়ন পরিষদের সদস্যরা বলে জানান তিনি।


বিবার্তা/নাসিম/বিদ্যুৎ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com