শিরোনাম
ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুতে রেকর্ড, আরো ৮ জনের মৃত্যু
প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৫:০২
ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুতে রেকর্ড, আরো ৮ জনের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত অবস্থায় একদিনে আট জনের মৃত্যু হয়েছে।এটিই ছিলো জেলার একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।এর আগে গত ২৬ জুন একদিনে সর্বেচ্চ পাঁচ জনের মৃত্যু হয়।


এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ১৮৭ জন, আক্রান্তদের মধে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৫ জন আর এ পর্যন্ত মৃত্যু বরণ করল ৮১ জন।


মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আট জন।এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন একজন, বালিয়াডাঙ্গীতে দুইজন, পীরগঞ্জে একজন, রাণীশংকৈলে তিনজন ও হরিপুরে একজন।


নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৫৭ জন, বালিয়াডাঙ্গীতে নয়জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১৯ জন ও হরিপুরে চারজন।


এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় থেকে যারা চিকিৎসা নিচ্চিছিলেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন।


এছাড়া করোনার বিস্তার রোধে জেলাবাসিকে সরকারি নির্দেশনা পালনসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।


বিবার্তা/বিধান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com