শিরোনাম
তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি’ থেকে মুক্তি পেতে স্বামীর মানববন্ধন
প্রকাশ : ২২ জুন ২০২১, ১৭:৫৮
তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি’ থেকে মুক্তি পেতে স্বামীর মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি ও ষড়যন্ত্র’ থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন স্বামী আ. লতিফ মিয়া।


মঙ্গলবার সখীপুর- ঢাকা সড়কের ঘেচুয়া ছাপড়াবাজার এলাকায় মানববন্ধনে নির্যাতিত পরিবার ও গ্রামবাসী অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে ব্যবসায়ী আ. লতিফ অভিযোগ করে বলেন, আয়শা খাতুনের সাথে আমি দীর্ঘদিন ঘর সংসার করি। সে বেপরোয়াভাবে চলাফেরা করত। সংসারে থাকাকালীন সে আমাকে ও আমার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আমি একজন নির্যাতিত পুরুষ। নির্যাতন সহ্য করতে না পেরে গত ৬ মাস আগে তাকে তালাক দেই। তালাকপ্রাপ্ত হয়েও সে আমার বাড়ি দখল করে আছে।


তিনি আরো বলেন, ‘ ব্যবসায়ীক কাজে আমি বাইরে থাকায় সে পরকিয়ায় আসক্ত ছিল। এগুলো বলতে গেলে সে আমাকে হুমকি ধামকি দেয়। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই’।


মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিন আহমেদ, ভুক্তভোগীর মা খামিরন নেছা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী, মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/তোফাজ্জল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com