শিরোনাম
চুয়াডাঙ্গায় অক্সিজেন সিলিন্ডার দিলো স্বেচ্ছাসেবী সংগঠন
প্রকাশ : ২২ জুন ২০২১, ১৬:৪৪
চুয়াডাঙ্গায় অক্সিজেন সিলিন্ডার দিলো স্বেচ্ছাসেবী সংগঠন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের জন্য জেলা প্রশাসনকে ৭টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (২২ জুন) সকালে জেলা সদর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে কার্পাসডাঙ্গা একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি লি.নামে স্বেচ্ছাসেবী সংগঠন।


ডিসি মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজ নিজ জায়গা থেকে করোনা সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্য বিধি মেনে প্রচার-প্রচরণা চালাতে হবে। সেই সাথে দেশে চলমানা করোনা পরিস্থিতিতে গরিব-অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, ডা. এ এস এম ফাতেহ্ ইসলাম, ডা. আকলিমা খাতুনসহ আরো অনেকে।


বিবার্তা/বিদ্যুৎ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com