শিরোনাম
বোয়ালমারীতে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান
প্রকাশ : ২২ জুন ২০২১, ১৫:৫০
বোয়ালমারীতে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান
বোয়ালমারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে ও জেলা কমান্ড্যান্ট ফরিদপুর এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপন অভিযান পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এ বৃক্ষরোপন অভিযান পালিত হয়।


বোয়ালমারী উপজেলায় মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়।


উপজেলার ২৬২টি গ্রামে দুইটি করে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ মোট ৫২৪টি চারা বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও কমান্ডারদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও কমান্ডারদের কাছে গাছের চারাগুলো হস্তান্তর করেন।


এসময় তিনি সরকারি রাস্তার পাশে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে চারাগুলো রোপণ এবং পরবর্তীতে গাছের চারাগুলোকে যত্ন নেয়ার নির্দেশনা প্রদান করেন।


বিবার্তা/হাসান/অনামিকা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com