শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবিতে স্মারকলিপি প্রদান
প্রকাশ : ২১ জুন ২০২১, ২১:০৭
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবিতে স্মারকলিপি প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টশনের দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোট।


সোমবার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেয়া হয়।


স্মারকলিপিতে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টশনকে পুণরায় বি ক্যাটাগরিতে রুপান্তর করণ, ক্ষতিগ্রস্থ সকল অফিসে নাগরিক সেবা নিশ্চিতসহ তান্ডবের সাথে জড়িদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়া আনার দাবি করা হয়।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম, সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা সাম্যবাদী দলের সভাপতি সাহানুর ইসলাম, বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন, জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক আবুল কালাম নাঈম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ জেলা কমিটির সদস্য সচিব সোহেল সরকার ,ঐক্য ন্যাপের শিব চরন দাস প্রমুখ।


বিবার্তা/নিয়ামুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com