শিরোনাম
বান্দরবনের লামায় কৃষকের মাঝে বীজ ধান বিতরণ
প্রকাশ : ২১ জুন ২০২১, ১৬:২০
বান্দরবনের লামায় কৃষকের মাঝে বীজ ধান বিতরণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি মৌসুমে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার উপকারভোগী ৬০০ প্রান্তিক কৃষককে বিনামূল্যে উন্নতমানের ১৩ মন আমন বীজ ধান বিতরণ করা হয়েছে। বিতরণকৃত বীজ ধানের মধ্যে রয়েছে- ব্রি-৭৫ ও ৩৯, ধানী গোল্ড ও নীল সাগর।


তামাক ও সবজি চাষের পাশাপাশি ধান চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামের সংস্থাটি।


উপকারভোগী কৃষক শাহজাহান, আবুল কালাম ও জামাল উদ্দিন বলেন, বিনামূল্যে বীজ ধান বিতরণ বিএটিবি’র একটি মহৎ উদ্যোগ। এ বীজ রোপণের মাধ্যমে কৃষকদের কিছুটা হলেও আয় বৃদ্ধি পাবে।


লামা লীফ এরিয়া ম্যানেজার মো. আল আমিন বলেন, ধান আবাদের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি কৃষককে ১০ কেজি হারে উন্নতমানের ধানের বীজ দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।


এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা বিনতে সালামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com