শিরোনাম
কর্ণফুলীতে বসতবাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ : ২১ জুন ২০২১, ১৫:১৮
কর্ণফুলীতে বসতবাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও বসতবাড়িতে ভাঙচুরের মামলার প্রধান আসামি মো. আব্দুল মজিদ (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।


রবিবার (২১ জুন) ১২টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ। তিনি জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


জানা যায়, গ্রেফতার মো. আব্দুল মজিদ নিজেকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে থাকেন। এই পরিচয়ে তিনি জায়গা জমিতে সাইনবোর্ডও টাঙিয়ে থাকেন। তিনি উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের সিকদার বাড়ির মৃত হাজী আব্দুল হাইয়ের ছেলে।


মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, মো. আব্দুল মজিদ ভাঙচুর ও চুরি মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শাহমীরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।'


প্রসঙ্গত, গত ১৫ জুন দুপুরে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর ৫ নং ওয়ার্ডের মো. ফোরকান সিকদারের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও বসতবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় বাড়ির মালিক ১৭ জুন বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে কর্ণফুলী থানায় মামলা (৩৭/২৬৭) দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন গ্রেফতার মো. আব্দুল মজিদ।


বিবার্তা/জাহেদ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com