শিরোনাম
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:১৫
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের উপনির্বাচন এবং জেলার রামগতি উপজেলার তিনটি এবং কমলনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।


আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।


সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৬টি। এর মধ্যে ৯৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ৬৬৪ জন এবং নারী ভোটার এক লাখ ৯৮ হাজার ২৯৯ জন।


এ আসনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন।


এদিকে, জেলার ৬ ইউপি নির্বাচনের মধ্যে রামগতির চর বাদাম, চর রমিজ, চর পোড়াগাছা ও কমলনগরের চরফলকন, হাজির হাট ও তোরাবগঞ্জে ইউনিয়নের মোট ৫৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৩ জন ও সদস্য পদে ২৫১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ২৩১ জন।


এদিকে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


বিবার্তা/সুমন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com