শিরোনাম
ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে রয়েছে সিলেট: দুর্যোগ প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৮ জুন ২০২১, ১১:০০
ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে রয়েছে সিলেট: দুর্যোগ প্রতিমন্ত্রী
ফাইল ফটো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ভারত এবং মিয়ানমারের টেকটোনিক প্লেটের মাঝামাঝিতে থাকায় ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে রয়েছে সিলেট।


অতীতে তিনবার বড় ধরনের ভূমিকম্প হওয়ার ইতিহাসকে মাথায় রেখে সরকারের পক্ষ থেকে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে এর অংশ হিসেবে ঢাকা থেকে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ইতিমধ্যে সিলেটে পাঠানো হয়েছে।


সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমিকম্প ঝুঁকি হ্রাস বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


মন্ত্রী বলেন মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি জোরদার করনে সরকার জাতির কাছে প্রতিশ্রুতি বদ্ধ।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়রম্যান লুৎফর রহমান, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, ১৭ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম,এডভোকেট লুৎফর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমিকম্প বিশেষজ্ঞ, বুয়েটের অধ্যাপক ড. তাহমিদ আল হোসাইনী।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com