শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ
প্রকাশ : ১৬ জুন ২০২১, ২২:২৬
ঠাকুরগাঁওয়ে ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে ধাবিত হওয়ায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।


বুধবার (১৬ জুন) সন্ধ্যায় এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত জেলার সকল প্রকার দোকান-পাট বিকাল ৫টা থেকে পরদিন সকাল ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে না। হোটেল-রেস্তোরায় উক্ত সময়ের মধ্যে পার্সেল বা অনলাইনে খাবার বিক্রিয় করতে পারবে, তবে কোনো অবস্থাতেই বসিয়ে খাওয়ানো যাবে না। বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচল করতে পারবে, তবে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।


ভ্রাম্যমাণ ফেরিওয়ালা, চা-বিক্রেতা বিকাল ৫টা হতে পরদিন সকাল দশটা পর্যন্ত ফেরি করে মামলামাল বিক্রি করতে পারবে না।আগামী ৭ দিন জেলার সকল প্রকার পশুহাট বন্ধ থাকবে।জনসমাগম করা যাবে না, সীমান্ত এলাকায় বিজিবির মাধ্যমে নজরদারি বাড়ানো সহ এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে, যাদের কাজই থাকবে সীমান্ত দিয়ে যাতে এদেশে কেউ প্রবেশ করতে না পারে। কাঁচাবাজার ও মাছের বাজারে স্বাস্থবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।


এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ সহ সরকার কর্তৃক জারিকৃত জরুরি সেবা/পরিষেবা ছাড়া অন্যান্য সকল বিধিনিষেধ বলবৎ থাকবে।


প্রসঙ্গত, আজ ১৬ জুন নতুন করে ৪৭ জনসহ ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২১৫৭ জন, যাদের মধ্যে ১৬২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৫১ জন।


বিবার্তা/বিধান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com