শিরোনাম
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে
বিভাগীয় ক্যাডেট সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ জুন ২০২১, ১২:৪৯
বিভাগীয় ক্যাডেট সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট (এসআই) ১৯ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৪জুন) সকালে পুলিশ ট্রেনিং সেন্টার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি।


বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) মো. আব্দুর রহিম শাহ্ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মারুফা আক্তার, সহকারী পুলিশ সুপার সৈয়দ মোহসিনুল হক, দেলোয়ার হোসেন খান ও আহসান হাবীব।


কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি জানান, গত ১৫ ডিসেম্বর ৮৭৭ জন ডিসি প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে প্রশিক্ষণ চলাকালে পূর্ণমাত্রায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কারণে ২২৫ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ৬৫২ জন প্রশিক্ষণার্থী নিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৬২৩ জন পুরষ ও ২৯ জন নারী।


পরীক্ষা শেষে সমাপনী কুচকাওয়াজে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।


বিবার্তা/তোফাজ্জল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com