শিরোনাম
ময়মনসিংহে আগুনে পুড়লো ১০ বসতঘর
প্রকাশ : ১২ জুন ২০২১, ২২:১৫
ময়মনসিংহে আগুনে পুড়লো ১০ বসতঘর
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মহানগরীর হাজী কাশেম আলী কলেজের পেছনে ইসলামবাগ নামাপাড়ায় আগুন লেগে কমপক্ষে ১০টি ঘর পুড়ে গেছে।


শনিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার সুবহান মিয়ার ঘরে আগুন লেগে দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের চার ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।


কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সন্ধ্যার পর সুবহান মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com