শিরোনাম
আশুলিয়ায় বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬
প্রকাশ : ০২ জুন ২০২১, ১২:০৯
আশুলিয়ায় বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে একটি টিন সেড বাড়িতে বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন৷ দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে৷


বুধবার (২ জুন) ভোর ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোড এলাকার হুমায়ূন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে৷


দগ্ধরা হলেন- হাতিম (৩৫) ও তার স্ত্রী আদরী (৩০), আওয়াল (৩২), তার স্ত্রী রেনু (৩০), রেনু-আওয়ালের মেয়ে আরফিয়া (১০) ও আফরোজা বেগম (৪০)। তারা টিনশেড ওই বাড়িটির ভাড়াটিয়া।


শিশু আরফিয়া স্থানীয় একটি মাদরাসায় পড়ে। তিনটি পরিবারের বাকি সবাই ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।


ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে ডেন্ডাবর কবরস্থান রোড হুমায়ূন কবিরের বাড়ি টিনশেড বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে তিন কক্ষের ছয়জন দগ্ধ হন।


এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-চার এর সহকারী পরিচালক মো. আব্দুল আলিম বলেন, বিস্ফোরণে বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায় এবং দেয়ালে ফাটল দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টয়েলেটের বায়োগ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে। কারণ ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনের কোনো আলামত পাওয়া যায়নি।


বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, দগ্ধ সবারই হাত, মুখসহ শরীরের অনেককাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com