শিরোনাম
রাজবাড়ীতে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৪:০৪
রাজবাড়ীতে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বর্ষা নামের পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার মোখলেছ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা সদরের সিংগা বাজারে বেসরসকারি উন্নয়ন সংস্থা সংযোগ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


বেসরসকারি উন্নয়ন সংস্থা সংযোগ’র পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি এনজিও রাস’র নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, ব্রাকের জেলা প্রতিনিধি নিফাজ উদ্দিন, ধরণী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তৌফিক এ রব্বানী, এনজিও নাসা’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেল, ব্যুরো বাংলাদেশ’র ব্যবস্থাপক মোমিনুর হোসেন, এনজিও ডিএমকেএস'র প্রতিনিধি সেলিম আহম্মেদ ও ধর্ষিত শিশুটির বাবা বাবু বেপারী।


উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নের পূর্ব পাকুরিকান্দা গ্রামের মোখলেছ শেখ আচার খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবেশী ওই শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে।


বিবার্তা/শিহাব/পলাশ/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com