শিরোনাম
যশোরে কোয়ারেন্টাইনে থাকা কিডনি রোগীর মৃত্যু
প্রকাশ : ১৩ মে ২০২১, ১০:০০
যশোরে কোয়ারেন্টাইনে থাকা কিডনি রোগীর মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত এক কিডনি রোগীর মৃত্যু হয়েছে। তার নাম আম্বিয়া খাতুন (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী।


বুধবার (১২ মে) দিবাগত রাত দশটার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেন।


ভারতফেরত ওই দম্পতি গত ৭ মে থেকে যশোর শহরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।


হোটেল সূত্র জানায়, গত ৭ মে ভারতফেরত ওই দম্পতিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আম্বিয়া খাতুন কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি ভারতে এ রোগের জন্য চিকিৎসায় গিয়েছিলেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়। এরপর রাত আটটার দিকে তাকে অ্যাম্বুলেন্সযোগে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।


যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, আম্বিয়া খাতুন কিডনি ফেইলিওর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগী ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তিনি মারা যান।


তিনি আরো বলেন, মৃত আম্বিয়া খাতুনের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসে। তার মরদেহ পুলিশের সহযোগিতায় নিজ বাড়িতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com