শিরোনাম
কাউখালীতে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার
প্রকাশ : ১২ মে ২০২১, ১৮:০৩
কাউখালীতে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি লঙ্গি বিতরণ করেছেন আঃ ছালেক মিঞা ফাউন্ডেশন। উপজেলার পাচঁটি ইউনিয়নের চার হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।


বুধবার কাউখালী সদর ইউনিয়ন পরিষদ ও চিরাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।


এতে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আঃ ছালেক মিঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ওসি মো.নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু।


বিবার্তা/রবিন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com