শিরোনাম
ফটিকছড়িতে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার
প্রকাশ : ১১ মে ২০২১, ২২:৪৯
ফটিকছড়িতে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের ফটিকছড়িতে লোকালয়ে ধরা পড়েছে মেছো বাঘ। সোমবার (১০ মে) বিকালে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এনাম সওদাগর বাড়ির পার্শ্ববর্তী বিল থেকে এ মেছো বাঘটি আটক করা হয়।


স্থানীয়রা জানান, বিগত কয়দিন ধরে লোকায়ে এসে বাঘটি অতর্কিত ভাবে এলাকার মানুষের হাঁসমুরগির উপর ঝাঁপিয়ে পড়ছিল। সোমবার বিকালে ওই বাড়ির কয়েকজন যুবক আম পাড়তে গিয়ে বিলের মধ্যে বাঘটিকে দেখতে পায়। তারা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে মেছো বাঘটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বন বিভাগে খবর দিলে তারা বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।


এদিকে, মেছো বাঘটি আটকের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের সাধারণ মানুষ একনজর দেখতে ছুটে আসে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এটি একটি বিপন্ন প্রজাতির তালিকার প্রাণী। এগুলোকে মেছোবাঘ বা বনবিড়ালও বলা হয়ে থাকে। এরা সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া এবং জলাভূমির আশে পাশে বাস করে। এদের প্রধান খাদ্য মাছ।


উপজেলা নির্বাহী অফিসার সায়োদুল আরেফীন বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বাঘটি উদ্ধার করেছে।


বিবার্তা/ফয়সাল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com