শিরোনাম
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ ইউপি মেম্বার আটক
প্রকাশ : ১০ মে ২০২১, ১১:২৯
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ ইউপি মেম্বার আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার জীবননগরে এক কেজি ৬৩ গ্রাম স্বর্ণসহ ইউপি মেম্বার ইসরাফিল হোসেন পুকুকে (৪৬) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৭ লাখ ১৬ হাজার ৮৯৬ টাকা বলে জানায় বিজিবি।


রবিবার (৯ মে) বিকেল ৫টায় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের স্কুল পাড়ার মাঠে স্বর্ণের এ চালানসহ তাকে আটক করা হয়।


আটক ইসরাফিল হোসেন পুকু জীবননগরের গয়েশপুর গ্রামের স্কুল পাড়ার মৃত দৌলত হোসেন দুলুর ছেলে ও সীমান্ত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।


মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন রবিবার রাত সোয়া ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জিলাস উদ্দীনের নেতৃত্বে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। রোববার বিকেল ৫টায় গয়েশপুর গ্রামের স্কুল পাড়ার মাঠে তারা এ অভিযান চালান।


এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য ইসরাফিল হোসেন পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


একইদিন রাতে ইসরাফিল হোসেনকে জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই ইউপি সদস্য সীমান্তে নিয়ে যাচ্ছিলেন বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com