শিরোনাম
লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২১, ১৯:১৭
লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে লকডাউন। তারই ধারাবাহিক ভাবে লক্ষ্মীপুরে লকডাউনের চতুর্থ দিনেও মানুষকে সচেতন করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।


শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়ন্টে অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসাইন ও আল-আমিন।


অভিযান পরিচালনার সময় মাস্ক না পরায় ২৪ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫শ' টাকা মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করতে দেখা গেছে।


কোনো কাজ না থাকা সত্ত্বেও কিছু মানুষ আছে সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা বাইরে বের হচ্ছেন লকডাউন দেখতে। সেইসব মানুষের মুখে ছিলো না মাস্ক ঠিক তখনি গুনতে হচ্ছে জরিমানা।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়াও যারা চলমান লকডাউনের বিতরে বিভিন্ন অজাতকুজাত দেখিয়ে চলাফিরা করছে তাদেরকেও কঠোরভাবে সর্তক করা হচ্ছে।


বিবার্তা/সুমন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com