শিরোনাম
ফেনীতে চার দিনে দ্বিতীয় ডোজ নিলেন ৭০৮৭ জন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ১৩:১২
ফেনীতে চার দিনে দ্বিতীয় ডোজ নিলেন ৭০৮৭ জন
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে করোনা প্রতিষেধক দ্বিতীয় ডোজ প্রয়োগের চার দিনে মোট সাত হাজার ৮৭ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৬১ জন ও নারী দুই হাজার ৮৭ জন। এসব তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।


স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ফেনী সদরে এক হাজার ২০০ জন, দাগনভূঞায় ৪০২ জন, সোনাগাজীতে ১২৩ জন, ছাগলনাইয়ায় ১৩০ জন, পরশুরামে ৬৫ জন ও ফুলগাজীতে ২১৩ জন ব্যক্তি দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া ১৫৫ জন ব্যক্তিকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।


সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত টিকা নেওয়ার জন্য জেলায় মোট ৬১ হাজার ৯৪৮ জন নিবন্ধন করেছেন।


সোমবার পর্যন্ত জেলায় ৫০ হাজার ৯৭৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৯৮৬ জন এবং নারী ১৮ হাজার ৯৮৭ জন।


ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এসএসআর মাসুদ রানা জানান, দ্বিতীয় ডোজের জন্য যাদের মোবাইলে মেসেজ এসেছে তারাই টিকা গ্রহণ করতে আসছেন। সময় পার হলেও যারা এখনো এসএমএস পাননি তাদের ধৈর্য্য ধারণ করতে বলেন তিনি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com