শিরোনাম
শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ, পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৫:৩৭
শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ, পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লকডাউনকে কেন্দ্র করে দেশের দক্ষিণবঙ্গগামী ঘরমুখী মানুষের চাপ পরেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।


সোমবার (১২ এপ্রিল) ভোর থেকে ঘাট এলাকায় উভয়মুখী যাত্রীদেরপ চাপ বাড়তে থাকে। গনপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় যাত্রীরা নদী পারাপার করছে ফেরিযোগে। লঞ্চ বন্ধ থাকাতে অনেক যাত্রীদেরকে ট্রলারযোগে পাড়ি দিতে হচ্ছে পদ্মা।


এদিকে ঘাট এলাকায় নয় শতাধিক ব্যাক্তিগত ও শতাধিক পন্যবাহী যানবাহন অবস্থান করছে। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডাবিøউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।


বিআইডবিøউটিসিথর শিমুলিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, সকাল দিকে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় যাত্রীদের ফেরিতে যাত্রীদের চাপ রয়েছে। লকডাউনের আংশকায় যাত্রীরা বাড়ি ফিরছে। পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন গুলো পর্যায়ক্রমে পার করা হচ্ছে। তবে ছোট গাড়ি সংখ্যায় বেশি।


মাওয়া ট্রাফিক পুলিশের টি আই হিল্লাল জানায়, ঘাট এলাকায় আটশতাধিক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। মাওয়া চৌরাস্তা থেকে মহাসড়কে পাশে বেশ কিছু পন্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।


বিবার্তা/তারিকুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com