শিরোনাম
চট্টগ্রামে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব বাতিল
প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৬:১৩
চট্টগ্রামে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব বাতিল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীতে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য মারমা যুব সমাজের মাহা সাংগ্রাই রিলং পোয়ে ১১তম জলকেলি উৎসব বাতিল করা হয়েছে। মারমা যুব সমাজ প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয় ‘পার্বত্য চট্টগ্রাম থেকে জীবন জীবিকা নির্বাহের তাগিতে হাজার হাজার মারমা সম্প্রদায়ের লোকজন চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে এখানে বসবাস করে আসছে। এ সম্প্রদায় নিজেদের হাজার বছরে ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে ভিন্ন আঙ্গিকে উৎসব মুখরিত পরিবেশে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।’


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- ‘সাংগ্রাই র‌্যালির মাধ্যমে নিজেদের ঐতিহ্যবাহী নাচ, গান, খেলাধুলা ও মৈত্রীময় জলকেলি উৎসবের মাধ্যমে পুরনো বছরের সকল পাপকে ধুয়ে নতুন বছরকে বরণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মহামারী করোনা প্রকোপ বেড়ে যাওয়াই সরকারি সিদ্ধান্ত মোতাবেক জনসমাগম কমাতে, উৎসব কমিটি উৎসবকে বাতিল ঘোষণা করেছে।’


জলকেলী মারমা সম্প্রদায়দের সবচেয়ে বড় উৎসব। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম মারমা যুব সমাজের উদ্যোগে ২৩ এপ্রিল জলকেলি উৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো। তবে এখন এটি বাতিল ঘোষণা করা হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com