শিরোনাম
বরিশালে করোনার ভয়াবহ পরিস্থিতিও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, ১৫:১৭
বরিশালে করোনার ভয়াবহ পরিস্থিতিও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালে করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রামন নিয়ে ২৪জন ভর্তি হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১৪৬ জনে দাড়িঁয়েছে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। আরটিসিসি আর ল্যাব থেকে করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভের সংখ্যা শতকরা ৫৪ ভাগ।


এদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন স্বাস্থ্যবিধি মানার জন্য মোবাইল কোর্ট পরিচালিত হলেও কিছু মানুষ তা মানছে না। আবার অনেকে নিয়ম মেনে মাস্ক পর্যন্ত পরছে না।


অপরদিকে লকডাইনের প্রথমদিনে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবীতে বিক্ষোভ করেছিল। সেই চকবাজারের অনেক ব্যবসায়ী এবং তাদের কর্মচারীদের মধ্যে অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি। মাস্ক ব্যবহারের কথা জানতে চাইলে বিভিন্ন অযুহাত দিয়ে এড়িয়ে যাচ্ছেন তারা।


তবে ক্রেতারা বলেছেন, মাস্ক ব্যতীত বিকিকিনি করলে তারাও করোনায় আক্রান্ত হতে পারেন। যার জন্য প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে বিকিকিনি করা উচিত বলে মনে করেন।


বিবার্তা/জসিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com