শিরোনাম
করোনায় চিকিৎসকের মৃত্যু
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২১, ০৮:২৯
করোনায় চিকিৎসকের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. মো. ওবাইদুল্লাহ (৬২) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।


বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। ওই হাসপাতালে ১০দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। ডা. মো. ওবাইদুল্লাহ’র স্ত্রী ডা. নাজমা খাতুনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।


ডা. ওবাইদুল্লাহ’র বন্ধু ডা. চিন্ময় কান্তি দাস বলেন, ‘১২ দিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।’


অধ্যাপক ডা.ওবাইদুল্লাহ অবসরের পর রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রির শিক্ষক হিসেবে যোগ দেন। তার ছেলে আমেরিকা প্রবাসী। মেয়ে রাজশাহী মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। এই চিকিৎসকের বাড়ি মহানগরীর পাঠানপাড়া এলাকায় হলেও বসবাস করতেন উপশহরের নিজ ফ্ল্যাটে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com