শিরোনাম
ঝিনাইদহে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ১৯:২৫
ঝিনাইদহে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলা সদর হাসপাতালসহ ৬ উপজেলার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হচ্ছে।


সকালে জেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রথম ডোজের প্রদানের শুরুতে যারা টিকা গ্রহণ করেছিলেন তারা টিকা নিচ্ছেন। লাইনে দাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও নতুন টিকা গ্রহণকারীরাও রেজিষ্ট্রেশন করছেন।


সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গতকাল বুধবার ঝিনাইদহে ৪ হাজার ৮’শ এ্যাম্পুল টিকা এসেছে। প্রতি এ্যাম্পুলে ১০ জন করে সর্বমোট ৪৮ হাজার জন টিকা গ্রহণ করতে পারবেন। গতকাল বুধবারই জেলার অন্যান্য উপজেলায় টিকা পৌঁছানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একযোগে টিকা প্রদান শুরু করা হয়েছে। যতদিন টিকা থাকতে ততদিন আমরা টিকা প্রদান কার্যক্রম চালিয়ে যাব।


তিনি বলেন, প্রথম ডোজ নেয়ার ২ মাস পর দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। শুধু টিকা নিলেই হবে না স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে হবে।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com