শিরোনাম
শেরপুরে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৯:০২
শেরপুরে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় ব্যবসায়ী, পথচারীসহ ১৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ঝিনাইগাতী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় জনসচেতনার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।


এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ২ হাজার ৪৫০টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানার পুলিশ সদস্যরা।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।


তিনি আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com