শিরোনাম
নাটোরে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচার অভিযান
প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৭:১২
নাটোরে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচার অভিযান
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'আতঙ্ক, গুজব, ভয় নয় সচেতনতার মাধ্যমে করব করোনা জয়' এই প্রতিপাদ্যে নাটোরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালি এলাকায় জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ প্রমুখ।


এসময় বক্তরা সরকার নির্দেশিত ১৮ দফা মেনে চলার আহবান জানান। বিশেষ করে সকলকে মাস্ক ব্যবহার ও জনসমাগম স্থান এড়িয়ে চলাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে পরামর্শ দেন। না হলে জেল জরিমানাসহ নানা ধরণের পদক্ষেপ গ্রহণের হুশিয়ারী দেন। পরে রাস্তায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ এবং বিভিন্ন দোকানে দোকানে সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার না করায় ১৭’শ টাকা জরিমানা করা হয়।


বিবার্তা/শুভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com