শিরোনাম
ঝিনাইদহে প্রশিক্ষিতদের মাঝে সনদপত্র বিতরণ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৫:৪০
ঝিনাইদহে প্রশিক্ষিতদের মাঝে সনদপত্র বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে যুব উন্নয়ন অধিদফতর থেকে মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করা ১০০ যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মাসুদ আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মোশারফ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।


সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদফতর থেকে মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া ১’শ যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


বিবার্তা/কোরবান আলী/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com