শিরোনাম
শাল্লায় হামলা : ইউপি সদস্য স্বাধীনসহ ২৯ জনের রিমান্ড শুরু
প্রকাশ : ২৮ মার্চ ২০২১, ০৯:৪০
শাল্লায় হামলা : ইউপি সদস্য স্বাধীনসহ ২৯ জনের রিমান্ড শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ২৯ জনের রিমান্ড শুরু হয়েছে।


শনিবার (২৭ মার্চ) থেকে তাদের রিমান্ডে নেয়া শুরু হয়। পর্যায়ক্রমে আগামী ১৫ দিনের মধ্যে তাদের রিমান্ড শেষ করা হবে।


সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজবিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আদালত ১৫ দিনের মধ্যে সবার রিমান্ড শেষ করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার থেকে পুলিশ আসামিদের রিমান্ড শুরু করেছে।


গত ২৩ মার্চ আদালত গ্রেফতারকৃত ২৯ জনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে ইউপি সদস্য স্বাধীনকে ৫ দিন এবং বাকি ২৮ আসামির ২ দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।


ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে দেয়া একটি স্টাটাসকে কেন্দ্র করে গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের ৮৮টি হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়।


নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার এসআই আব্দুল করিম।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com