শিরোনাম
থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসআইয়ের মৃত্যু
প্রকাশ : ২৮ মার্চ ২০২১, ০৯:৩৮
থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসআইয়ের মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার আটঘরিয়া থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৪৮) নামে এক এসআই মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে থানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


এসআই দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১৯৯৩ সালে পুলিশে যোগদান করেন। দুই বছর আগে বদলি হয়ে আটঘরিয়া থানায় আসেন। সম্প্রতি তাকে সুজানগর থানায় বদলির আদেশ হয়েছিল।


আটঘরিয়া থানার ডিউটি অফিসার মোহাইমিনুল হক জানিয়েছেন, রবিবারের (২৮ মার্চ) হরতালের করণীয় বিষয়ে ব্রিফিংয়ে অংশ নিতে পুলিশ কর্মকর্তাদের থানায় ডাকা হয়েছিল। এসআই দুলাল ওই ব্রিফিংয়ে অংশ নেন। তার মোবাইলে কল আসায় কথা বলতে বলতে বাইরে বের হন।


ডিউটি অফিসার আরো জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে থানায় আলোকসজ্জা করা হয়েছিল। থানার সামনে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের স্ট্যান্ডে আলোকসজ্জা করতে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। সেখানে হাত দেয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ঘটনাস্থলেই মারা যান।


পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, বৈদ্যুতিক তার লিকেজ থেকে পাতাকা উত্তোলনের স্টিলের স্ট্যান্ড বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। এটা সবার অজান্তে হয়েছে।


তিনি বলেন, এসআই দুলালের মৃত্যুর খবর পেয়ে রাতেই আমিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটঘরিয়ায় গিয়েছিলাম। অত্যন্ত দুঃখজনক ঘটনা।


এর আগে গত ২১ মার্চ রাতে পাবনার আতাইকুলা থানা ভবনের ছাদে নিজেই পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন এসআই হাসান আলী।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com