শিরোনাম
শাল্লায় হামলা; আরো এক আসামিসহ গ্রেফতার ৩৪
প্রকাশ : ২৩ মার্চ ২০২১, ১২:২৪
শাল্লায় হামলা; আরো এক আসামিসহ গ্রেফতার ৩৪
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আকামত আলীকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় পুলিশ ৩৪ জনকে গ্রেফতার করেছে।


আকামত আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি নাজমুল হক।


গত বুধবার (১৭ মার্চ) সকালে ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়া হয়েছে অভিযোগ তুলে পাশের চার গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। এ সময় গ্রামের বাড়িঘর ও মন্দির ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে।


এ ঘটনায় শাল্লা থানায় দুটি মামলা হয়েছে। থানার এসআই আবদুল করিম বাদী হয়ে করা মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।


নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদারের করা মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com