শিরোনাম
লক্ষ্মীপুরে বন্ধুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ০৯:৫২
লক্ষ্মীপুরে বন্ধুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত দেলোয়ার হোসেন রাজন নিহত হয়েছেন। রবিবার রাত তিনটার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। রাজন ওই গ্রামের সৈয়দ আহমদের ছেলে।


রায়পুর থানার ওসি লোকমান হোসেন বলেন, রবিবার রাত ১০টার দিকে ‘ডাকাতসর্দার’রাজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে উত্তর কেরোয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে রাজনের সহযোগী ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়।


রাজন গুলিবিদ্ধ হলে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গত ৪ অক্টোবর ওই গ্রামের পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমান সেলিমের বাড়িতে ডাকাতির সঙ্গে রাজন জড়িত বলে দাবি করেন ওসি লোকমান।


কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজন চিহ্নিত ডাকাত। এ ঘটনায় গ্রামবাসী খুশি। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/জেমি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com