শিরোনাম
কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ১৮:১৭
কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।


রবিবার (৭ মার্চ) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।


উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা, আওয়ামী লীগ, কাউখালী থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।


দিবসটি উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকণ প্রতিযোগিতা। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু,কাউখালী থানার ওসি মো.নজরুল ইসলাম. উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ,সাধারনসম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন.যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী.যুগ্ন-সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন প্রমুখ।


বিবার্তা/রবিন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com