শিরোনাম
ঝিনাইদহে আবারো গাছের সাথে শত্রুতা
প্রকাশ : ০৫ মার্চ ২০২১, ১৯:১৮
ঝিনাইদহে আবারো গাছের সাথে শত্রুতা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে আবারো গাছের সাথে শত্রুতা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার জাড়গ্রামে। জানা যায়, ২০২০ সালে জাড়গ্রাম মৌজার ১০৭৬ দাগের ১২২ শতক জমির মধ্যে ৫৬ শতক হতে উত্তর পাশ্বে ২৫ শতক জমি ক্রয় করেন রবিউল ইসলামের স্ত্রী পারুলা বেগম, ছেলে শাকিল শিকদার ও শিহাব শিকদার। জমি ভোগ দখল করে চাষাবাদ করাকালে প্রতিবেশী আব্দুল মজিদ মন্ডল, নজির মন্ডল, ভানু খাতুন এবং আম্বিয়া খাতুন প্রায়ই গোলযোগের সৃষ্টি করে। জমির প্রকৃত মালিকদ্বয় ওই জমিতে মেহগনি গাছ, কলাগাছ লাগিয়েছিলেন।


পারুলা বেগম অভিযোগ করেন প্রতিপক্ষরা তাদের রোপনকৃত মেহগনি গাছ রাতের আধারে কেঁটে ফেলে একই সাথে কলাগাছ তুলে ফেলে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। এছাড়াও ইতিপূর্বে ওই জমিতে থাকা বেশ কয়েকটি বাশ রাতের আধারে কেটে নিয়েছে প্রতিপক্ষরা।


উল্লেখ্য, উক্ত জমি নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত পারুলা বেগম ঘটনাটির সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষিদের বিচার দাবি করেছেন। তবে প্রতিপক্ষরা বিষয়টি অস্বিকার করেছেন।


বিবার্তা/কোরবান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com