
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক দুটি মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ফুলগাজী থানায় দায়ের মামলায় আসামি হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর তা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো হয়েছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]