শিরোনাম
শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
প্রকাশ : ০১ মার্চ ২০২১, ২১:০৩
শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপন করা হয়েছে।


সোমবার (১ মার্চ) এ উপলক্ষে আলোচনা সভা ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।


এর আগে পুলিশ লাইন মাঠে শহীদ পুলিশ সদস্যদের সম্মানে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর পুলিশ লাইনের কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য দেন কমান্ডেন্ট পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, সদর সার্কেল আব্দুল হান্নান, সদর দপ্তর মাহমুদুল হাসান ফেরদৌস, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


অনুষ্ঠানে জেলার ১৭জন জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেয়া হয়।


বিবার্তা/মনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com