শিরোনাম
কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭
কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘প্রতিরোধে বাঁচবে জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে।


আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের আয়োজনে হসপিটাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন, হসপিটালের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন, সিনিয়র ডাঃ লাল মোহাম্মদ প্রমুখ। এ সময় হসপিটালের সুধীজন, সেবাগ্রহীতাসহ প্রায় ৩ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।


বক্তারা ডায়াবেটিক রোগ বৃদ্ধি রোধে সচেতনতা বিষয়ক করোনীয় ও করোনা ভ্যাকসিনের উপকারী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও সকলকে করোনা টিকা নেওয়ার আহবান জানান।


অপরদিকে কুষ্টিয়ার ভেড়ামারাতেও ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় একটি পদযাত্রা বের করা হয়। ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ এর নেতৃত্বে পদযাত্রা ভেড়ামারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভেড়ামারা ডায়াবেটিস সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পদযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com