
ঝিনাইদহের সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় বন্ধন দাশ নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় সদর উপজেলার সুতিগ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত বন্ধন ওই গ্রামের রবিন দাশের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে শিশু বন্ধন বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রæত গতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় ঘাতক ইজিবাইকটি আটক করা হয়েছে।
বিবার্তা/রায়হান/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]