শিরোনাম
বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৯
বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।


শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপি এ কর্মসূচির আয়োজন করে। এসময় শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানার, প্ল্যাকার্ডে চলমান সকল পরীক্ষা স্থগিত করার দাবি জানিয়ে নানা শ্লোগান লেখা ছিলো।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী রিপন মন্ডল, রাশেল আদনান, আল আমিন, তানভীর, শের শাহ, রিহাব হায়দার, কাওছার, ফরিদুজ্জামান, ইমন, সাকিব, ফাহাদ, আরিফুল, মনিষা এনামুল, মনোহর, সুজন প্রমুখ। এসময় সরকারি সা’দত কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তরা বলেন, করোনাভাইরাসের মধ্যে বাজার, গার্মেন্টস ফ্যাক্টরী, মেলাসহ সকল কিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সব চলে সব হয় পরীক্ষা নিতে কিসের ভয়। বিশ্ববিদ্যালয়ের হলও খুলে দিতে হবে। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com